Biology MCQ for BSc Nursing, Jenpas, ANM, GNM, WBJEEB, Nursing Entrance Exam (Bengali) Part – 2

আপনি যদি BSc Nursing, Jenpas, ANM, GNM, বা WBJEEB-এর মতো কোনো Nursing প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই Biology MCQ for BSc Nursing Subject-wise question-answers সংগ্রহটি আপনার জন্য!

জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে, যা আপনাকে পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।

আমরা জীববিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেমন কোষতত্ত্ব, শ্বসন, পরিপাক, প্রজনন, এবং মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কাজ নিয়ে বিশদে আলোচনা করেছি। Biology MCQ for BSc Nursing এর প্রশ্নগুলো Nursing পরীক্ষার মূল প্যাটার্ন অনুযায়ী সাজানো হয়েছে, যাতে আপনি পরীক্ষার ধাঁচ ভালোভাবে বুঝতে পারেন।

Biology MCQ for BSc Nursing এ প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনাকে বিভিন্ন ধরনের ধারণা স্পষ্ট করতে সাহায্য করবে এবং পরীক্ষায় ভালো ফল করার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।

Biology MCQ for BSc Nursing এটি বিশেষভাবে বাংলা ভাষার শিক্ষার্থীদের জন্য তৈরি, যাতে তারা মাতৃভাষায় সহজভাবে পড়াশোনা করতে পারে এবং জীববিজ্ঞানের জটিল বিষয়গুলোকে আরও ভালোভাবে আয়ত্ত করতে পারে। Nursing-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার জন্য Biology একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এই Biology MCQ for BSc Nursing MCQ সেট আপনাকে সেই বিষয়ের উপরে ভালো দখল আনতে সাহায্য করবে।

নিয়মিত অনুশীলন করলে আপনি কেবল পরীক্ষায় ভালো ফলই করবেন না, বরং জীববিজ্ঞান সম্পর্কেও গভীর জ্ঞান অর্জন করতে পারবেন। তাই দেরি না করে এখনই শুরু করুন এবং নিশ্চিত করুন আপনার Nursing পরীক্ষায় সাফল্য।

এটি দ্বিতীয় পর্ব, সামনে আরও অনেক প্রশ্ন এবং পর্ব আসছে যা আপনার Nursing ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। এখনই প্র্যাকটিস শুরু করুন এবং Nursing Entrance Exam – এ সফলতার দিকে এক ধাপ এগিয়ে যান!


Biology MCQ for BSc Nursing, Biology MCQ with Answers, Multiple Choice Questions for BSc Nursing, Biology Questions for BSc Nursing, MCQ Questions for BSc Nursing, Jenpas, ANM, GNM, WBJEEB, Nursing Entrance Exam (Bengali) Part – 1



প্রশ্নঃ অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়-

[a] অ্যাড্রিনাল
[b] থাইরক্সিন
[c] অ্যাড্রেনোকোর্টিকোট্রপিক হরমোন
[d] প্যারাথরমোন

উত্তরঃ [a] অ্যাড্রিনাল

প্রশ্নঃ থাইরক্সিন ক্ষরিত হয়-

[a] পিটুইটারি থেকে
[b] থাইরয়েড থেকে
[c] বৃক্ক থেকে
[d] অগ্ন্যাশয় থেকে

উত্তরঃ [b] থাইরয়েড থেকে

প্রশ্নঃ শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগটি হয় তা হলো-

[a] মিক্সিডিমা
[b] গলগণ্ড
[c] ক্রেটিনিজম
[d] অ্যাক্রোমেগালি

উত্তরঃ [c] ক্রেটিনিজম

প্রশ্নঃ BMR বাড়ায় যে হরমোনটি তা হলো-

[a] ইনসুলিন
[b] অক্সিন
[c] থাইরক্সিন
[d] ADH

উত্তরঃ [c] থাইরক্সিন

প্রশ্নঃ যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন সেটি হলো-

[a] ইনসুলিন
[b] অ্যাড্রিনালিন
[c] থাইরক্সিন
[d] ইস্ট্রোজেন

উত্তরঃ [c] থাইরক্সিন

প্রশ্নঃ অ্যাড্রিনাল গ্রন্থটি কোথায় অবস্থিত?

[a] বৃক্কের উপরে
[b] মাথায়
[c] অগ্ন্যাশয়ে
[d] যকৃতে

উত্তরঃ [a] বৃক্কের উপরে

প্রশ্নঃ আপৎকালীন হরমোন কোনটি?

[a] অ্যাড্রিনালিন
[b] STH
[c] TSH
[d] অক্সিন

উত্তরঃ [a] অ্যাড্রিনালিন

প্রশ্নঃ ব্যাঙাচির পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরে সাহায্য করে-

[a] থাইরক্সিন
[b] ACTH
[c] ইস্ট্রোজেন
[d] প্রোজেস্টেরন

উত্তরঃ [a] থাইরক্সিন

প্রশ্নঃ নিন্মলিখিত গ্রন্থি গুলির ভেতর কোনটি মিশ্র গ্রন্থি?

[a] থাইরয়েড গ্রন্থি
[b] পিটুইটারি গ্রন্থি
[c] অগ্ন্যাশয়
[d] অ্যাড্রিনাল গ্রন্থি

উত্তরঃ [c] অগ্ন্যাশয়

প্রশ্নঃ কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়?

[a] অ্যাড্রিনাল গ্রন্থি
[b] থাইরয়েড গ্রন্থি
[c] পিটুইটারি গ্রন্থি
[d] অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স

উত্তরঃ [c] পিটুইটারি গ্রন্থি

প্রশ্নঃ STH নির্গত হয় যে গ্রন্থি থেকে তা হলো-

[a] থাইরয়েড
[b] প্যারাথাইরয়েড
[c] অগ্র-পিটুইটারি
[d] পশ্চাৎ-পিটুইটারি

উত্তরঃ [c] অগ্র-পিটুইটারি

প্রশ্নঃ হাইপোফাইসিস বলতে বোঝায় যে গ্রন্থিকে তা হলো-

[a] পিটুইটারি
[b] অ্যাড্রিনাল
[c] থাইরয়েড
[d] হাইপোথ্যালামাস

উত্তরঃ [a] পিটুইটারি

প্রশ্নঃ নিন্মলিখিত গ্রন্থি গুলির ভেতর কোনটি অন্তঃক্ষরা গ্ৰন্থি?

[a] লালাগ্রন্থি
[b] যকৃৎ
[c] অশ্রুগ্রন্থি
[d] থাইরয়েড

উত্তরঃ [d] থাইরয়েড

প্রশ্নঃ নিন্মলিখিত হরমোন গুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়?

[a] থাইরক্সিন
[b] ইনসুলিন
[c] অ্যাড্রিনালিন
[d] STH

উত্তরঃ [d] STH

প্রশ্নঃ হরমোন নামকরণ করেন-

[a] কোগল
[b] বেলিস
[c] স্টারলিং
[d] স্টারলিং ও বেলিস

উত্তরঃ [d] স্টারলিং ও বেলিস

প্রশ্নঃ কোন রাসায়নিক পদার্থ থেকে অক্সিন সংশ্লেষিত হয়?

[a] ট্রিপটোফ্যান
[b] টাইরোসিন
[c] ভ্যালিন
[d] লাইসিন

উত্তরঃ [a] ট্রিপটোফ্যান

প্রশ্নঃ একটি পরিকল্পিত হরমোন হলো-

[a] অক্সিন
[b] IPA
[c] ডরমিন
[d] ইথিলিন

উত্তরঃ [c] ডরমিন

প্রশ্নঃ নিন্মলিখিত গ্রন্থি গুলির ভেতর কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয়?

[a] অ্যাড্রিনাল গ্রন্থি
[b] পিটুইটারি গ্রন্থি
[c] অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স
[d] থাইরয়েড গ্রন্থি

উত্তরঃ [c] অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স

প্রশ্নঃ একটি প্রাকৃতিক হরমোন হলো-

[a] অক্সিন
[b] IPA
[c] ডরমিন
[d] ইথিলিন

উত্তরঃ [a] অক্সিন

প্রশ্নঃ একটি কৃত্রিম হরমোন হলো-

[a] অক্সিন
[b] NAA
[c] ডরমিন
[d] ইথিলিন

উত্তরঃ [b] NAA

প্রশ্নঃ একটি গ্যাসীয় হরমোন হলো-

[a] অক্সিন
[b] ডরমিন
[c] IPA
[d] ইথিলিন

উত্তরঃ [d] ইথিলিন

প্রশ্নঃ অক্সিন সম্মন্ধে প্রথম পরীক্ষা হয় যে উদ্ভিদে সেটি হলো-

[a] গম
[b] ধান
[c] মটর
[d] যই

উত্তরঃ [d] যই

প্রশ্নঃ বৃদ্ধিরোধক একটি উদ্ভিদ হরমোন হলো-

[a] ফ্লোরিজেন
[b] অক্সিন
[c] কাইনিন
[d] অ্যাবসাইসিক অ্যাসিড

উত্তরঃ [d] অ্যাবসাইসিক অ্যাসিড

প্রশ্নঃ অক্সিনের প্রবাহ-

[a] ঊর্ধ্বমুখী
[b] নিম্নমুখী
[c] পার্শ্বমুখী
[d] সর্বত্র

উত্তরঃ [b] নিম্নমুখী

প্রশ্নঃ উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকরী হরমোনটি হলো-

[a] জিব্বেরেলিন
[b] অক্সিন
[c] কাইনিন
[d] ফ্লোরিজেন

উত্তরঃ [a] জিব্বেরেলিন

প্রশ্নঃ জিব্বারেলিনের ক্রিয়া-

[a] ঊর্ধ্বমুখী
[b] নিম্নমুখী
[c] পার্শ্বমুখী
[d] ঊর্ধ্বমুখী ও নিম্ন উভয় মুখী

উত্তরঃ [d] ঊর্ধ্বমুখী ও নিম্ন উভয় মুখী

প্রশ্নঃ জিব্বারেলিন হলো-

[a] পিউরিন গোষ্ঠীভুক্ত
[b] ইন্ডোল গোষ্ঠীভুক্ত
[c] পিরিমিডিন গোষ্ঠীভুক্ত
[d] টারপিনয়েড গোষ্ঠীভুক্ত

উত্তরঃ [d] টারপিনয়েড গোষ্ঠীভুক্ত

প্রশ্নঃ জিব্বারেলিনের রাসায়নিক উপাদান হলো-

[a] কার্বন – অক্সিজেন হাইড্রোজেন – নাইট্রোজেন
[b] কার্বন – হাইড্রোজেন – অক্সিজেন
[c] কার্বন – হাইড্রোজেন – নাইট্রোজেন – সালফার
[d] কার্বন – সালফার – ফসফরাস

উত্তরঃ [b] কার্বন – হাইড্রোজেন – অক্সিজেন

প্রশ্নঃ একটি স্টেরয়েড প্রকৃতির হরমোন হলো-

[a] ইনসুলিন
[b] রিল্যাক্সিন
[c] প্রোজেস্টেরন
[d] ভিলিকাইনিন

উত্তরঃ [c] প্রোজেস্টেরন

প্রশ্নঃ গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার বহুদিন পর্যন্ত পাতাটিকে সবুজ রাখতে কার্যকরী হরমোনটি হলো-

[a] অক্সিন
[b] জিব্বারেলিন
[c] কাইনিন
[d] IPA

উত্তরঃ [c] কাইনিন

প্রশ্নঃ প্রদত্ত কোন অন্ত:ক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয়?

[a] থাইরয়েড
[b] শুক্রাশয়
[c] এড্রিনাল
[d] পিটুইটারি

উত্তরঃ [d] পিটুইটারি

প্রশ্নঃ ডাবের জল,ভুট্টা, গমের শস্যে যে ফাইটো হরমোনটি পাওয়া যায় তা হলো-

[a] অক্সিন
[b] জিব্বারেলিন
[c] সাইটোকাইনিন
[d] IBA

উত্তরঃ [c] সাইটোকাইনিন

প্রশ্নঃ যে হরমোন অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন ক্ষরনে উদ্দীপিত করে, তা হলো-

[a] আদর্শ হরমোন
[b] লোকাল হরমোন
[c] ট্রপিক হরমোন
[d] প্যারাক্রিন হরমোন

উত্তরঃ [c] ট্রপিক হরমোন

প্রশ্নঃ লেডিগের অন্তরকোশ নিঃসৃত হয় যে হরমোনটি সেটি হলো-

[a] ইস্ট্রোজেন
[b] প্রোজেস্টেরন
[c] টেস্টোস্টেরন
[d] LH

উত্তরঃ [c] টেস্টোস্টেরন

প্রশ্নঃ ইনসুলিন হরমোন নিঃসৃত হয় আইলাইটস অব ল্যাঙ্গারহ্যানসের-

[a] বিটা কোশ থেকে
[b] আলফা কোশ থেকে
[c] ডেল্টা কোশ থেকে
[d] এফ কোশ থেকে

উত্তরঃ [a] বিটা কোশ থেকে

প্রশ্নঃ গ্লুকাগান হরমোন নিঃসৃত হয় আইলাইটস অব ল্যাঙ্গারহ্যানসের-

[a] বিটা কোশ থেকে
[b] আলফা কোশ থেকে
[c] ডেল্টা কোশ থেকে
[d] এফ কোশ থেকে

উত্তরঃ [b] আলফা কোশ থেকে

প্রশ্নঃ রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে বা কমাতে যে হরমোনটি কার্যকরী তা হলো-

[a] ইনসুলিন
[b] কর্টিকোট্রিফিন
[c] অ্যাড্রিনালিন
[d] TSH

উত্তরঃ [a] ইনসুলিন

প্রশ্নঃ বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ হলো-

[a] ADH এর অধিক ক্ষরণ
[b] ADH এর স্বল্প ক্ষরণ
[c] ইনসুলিনের স্বল্প ক্ষরণ
[d] ইনসুলিনের অধিক ক্ষরণ

উত্তরঃ [b] ADH এর স্বল্প ক্ষরণ

প্রশ্নঃ মধুমেহ বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ হলো-

[a] ইনসুলিনের স্বল্প ক্ষরণ
[b] ইনসুলিনের অধিক ক্ষরণ
[c] ADH এর অধিক ক্ষরণ
[d] ADH এর স্বল্প ক্ষরণ

উত্তরঃ [a] ইনসুলিনের স্বল্প ক্ষরণ

প্রশ্নঃ গলগন্ড বা গয়টার রোগের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটির নাম হলো-

[a] এপিনেফ্রিন
[b] ইনসুলিন
[c] রিল্যাক্সিন
[d] থাইরক্সিন

উত্তরঃ [d] থাইরক্সিন

প্রশ্নঃ থাইরক্সিন আবিষ্কার করেন-

[a] ভেসালিয়াস
[b] হ্যারিংটন
[c] কেন্ডেল
[d] অ্যাডিসন

উত্তরঃ [c] কেন্ডেল

প্রশ্নঃ কুসিং রোগ দেখা যায়-

[a] ACTH – এর অধিক ক্ষরণে
[b] STH – এর অধিক ক্ষরণে
[c] TSH – এর অধিক ক্ষরণে
[d] GTH – এর অধিক ক্ষরণে

উত্তরঃ [a] ACTH – এর অধিক ক্ষরণে

প্রশ্নঃ স্নায়ুসন্ধিতে নিঃসৃত হরমোনকে বলে-

[a] প্যারাক্রিন হরমোন
[b] অটোক্রিন হরমোন
[c] নিউরোট্রান্সমিটার
[d] নিউরোহরমোন

উত্তরঃ [c] নিউরোট্রান্সমিটার

প্রশ্নঃ মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন সেটি হলো-

[a] অ্যাড্রিনালিন
[b] অ্যাড্রোজেন
[c] থাইরক্সিন
[d] ADH

উত্তরঃ [d] ADH

প্রশ্নঃ কোনো হরমোন যদি উৎস কোশেই তার কার্যকারিতা প্রকাশ করে, তবে সেই হরমোনকে বলে-

[a] প্যারাক্রিন হরমোন
[b] অটোক্রিন হরমোন
[c] নিউরোট্রান্সমিটার
[d] নিউরোহরমোন

উত্তরঃ [b] অটোক্রিন হরমোন

প্রশ্নঃ নিচের কোন হরমোনটির লোকাল হরমোন নয়-

[a] গ্যাস্ট্রিন
[b] হিস্টামিন
[c] ব্রাডিকাইনিন
[d] অক্সিটোসিন

উত্তরঃ [d] অক্সিটোসিন

প্রশ্নঃ নিচের কোনটি নিউরোট্রান্সমিটার নয়?

[a] অ্যাসিটাইল কোলিন
[b] হিস্টামিন
[c] অ্যাড্রিনালিন
[d] নর – অ্যাড্রিনালিন

উত্তরঃ [b] হিস্টামিন

প্রশ্নঃ উদ্ভিদে গ্যালভানোট্যাকটিক চলন কিসের প্রভাবে দেখা যায়?

[a] আলো
[b] উষ্ণতা
[c] রাসায়নিক পদার্থ
[d] তড়িৎ শক্তি

উত্তরঃ [d] তড়িৎ শক্তি

প্রশ্নঃ ত্বকের অনুভূতির সংগ্রাহক হলো-

[a] এপিডারমিস
[b] এক্সোডারমিস
[c] এন্ডোডারমিস
[d] কোনটিই নয়

উত্তরঃ [a] এপিডারমিস

প্রশ্নঃ রাসায়নিকভাবে ইনসুলিন হলো প্রকৃতিতে-

[a] পেপটাইড
[b] নিউক্লিওসাইড
[c] নিউক্লিওটাইড
[d] কার্বোহাইড্রেট

উত্তরঃ [a] পেপটাইড

প্রশ্নঃ দুটি নিউরোনের সংযোগস্থল হলো-

[a] সাইন্যাপস
[b] সংযোগস্থল
[c] সাইন্যাপসিস
[d] সাইন্যাপটিক্যুলা

উত্তরঃ [a] সাইন্যাপস

প্রশ্নঃ যে যোগকলা আবরণী স্নায়ুতন্ত্রকে রক্ষা করে সেটি হলো-

[a] কোরয়েড প্ল্যাকসাস
[b] পিয়া ম্যাটার
[c] মেনিনজেস
[d] নিউরগ্লিয়া

উত্তরঃ [c] মেনিনজেস

প্রশ্নঃ পূর্ণ বয়স্ক মানবদেহের মস্তিষ্কের ওজন হলো-

[a] 5.1 গ্রাম
[b] 2.5 গ্রাম
[c] 3 গ্রাম
[d] 1.36 কিগ্রা

উত্তরঃ [d] 1.36 কিগ্রা

প্রশ্নঃ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোশ থেকে নিঃসৃত হয়-

[a] গ্লুকাগন
[b] ইনসুলিন
[c] STH
[d] অ্যাড্রিনালিন

উত্তরঃ [b] ইনসুলিন

প্রশ্নঃ অগ্ন্যাশয় থেকে নিঃসৃত কোনটি দেহে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে?

[a] রেনিন
[b] ক্রিয়েটিন
[c] ভিটামিন
[d] ইনসুলিন

উত্তরঃ [d] ইনসুলিন

প্রশ্নঃ জীবের কার্যকলাপ নিয়ন্ত্রণে জিনের প্রভাব ঘটে কিসের মাধ্যমে?

[a] সালোকসংশ্লেস
[b] প্রোটিন সংশ্লেস
[c] ভিটামিন
[d] হরমোন

উত্তরঃ [b] প্রোটিন সংশ্লেস

প্রশ্নঃ মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলে?

[a] CSF
[b] CSM
[c] CKF
[d] CJN

উত্তরঃ [a] CSF

প্রশ্নঃ মানবদেহের তাপমাত্রা নিম্নের কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়?

[a] পিটুইটারি
[b] থাইরয়েড
[c] হাইপোথ্যালামাস
[d] অ্যাড্রিনালিন

উত্তরঃ [c] হাইপোথ্যালামাস

প্রশ্নঃ রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

[a] গ্লুকাগন
[b] থাইরয়েড
[c] ACTH
[d] GTH

উত্তরঃ [a] গ্লুকাগন

প্রশ্নঃ অলফ্যাক্টরি স্নায়ু নিম্নের কোন কাজে সাহায্য করে?

[a] দর্শন
[b] শ্রবণ
[c] ঘ্রান
[d] স্বাদ

উত্তরঃ [c] ঘ্রান

প্রশ্নঃ নর – এপিনেফ্রিন আমাদের যা বাড়িয়ে দেয়-

[a] শ্বসন
[b] মূত্র উৎপাদন
[c] লালা তৈরী
[d] রক্তচাপ

উত্তরঃ [d] রক্তচাপ

প্রশ্নঃ ঘ্রাণ অনুভূতি গৃহীত হয় মস্তিষ্কের যে অংশ দ্বারা-

[a] পিটুইটারি দ্বারা
[b] হাইপোথ্যালামাস দ্বারা
[c] অলফ্যাক্টরি লোব দ্বারা
[d] সেরিব্রাম দ্বারা

উত্তরঃ [c] অলফ্যাক্টরি লোব দ্বারা

প্রশ্নঃ স্টেরয়েড হরমোন পাওয়া যায়-

[a] কর্টিকোয়েড থেকে
[b] কোলেস্টেরল থেকে
[c] ADD থেকে
[d] প্রোটিন থেকে

উত্তরঃ [b] কোলেস্টেরল থেকে

প্রশ্নঃ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো-

[a] পিনিয়াল
[b] পিটুইটারি
[c] থাইরয়েড
[d] হাইপোথ্যালামাস

উত্তরঃ [d] হাইপোথ্যালামাস

প্রশ্নঃ নিম্নের কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় না?

[a] থাইরক্সিন
[b] FSH
[c] GH
[d] ACTH

উত্তরঃ [a] থাইরক্সিন

প্রশ্নঃ নিম্নের কোন হরমোনটি BMR বৃদ্ধি করে?

[a] ইনসুলিন
[b] অক্সিন
[c] ইস্ট্রোজেন
[d] থাইরক্সিন

উত্তরঃ [d] থাইরক্সিন

প্রশ্নঃ BMR এর ওপর থাইরক্সিনের প্রভাব কি?

[a] কোনো প্রভাব নেই
[b] কমে যায়
[[c] বৃদ্ধি পায়
[d] অনিয়ন্ত্রিত

উত্তরঃ [c] বৃদ্ধি পায়

প্রশ্নঃ সবথেকে দীর্ঘ করোটীও স্নায়ু হলো-

[a] ভেগাস
[b] অপটিক
[c] ফেসিয়াল
[d] অডিটরি

উত্তরঃ [a] ভেগাস

প্রশ্নঃ ভ্রূণমুকুলাবরণিতে কোন হরমোন পাওয়া যায়?

[a] GA
[b] IAA
[c] কাইনিন
[d] ভারনালিন

উত্তরঃ [b] IAA

প্রশ্নঃ নিম্নের কোনটি পশ্চাদ মস্তিষ্কে পাওয়া যায় না?

[a] পনস
[b] টেকটাম
[c] সুষুম্নাশীর্ষক
[d] লঘু মস্তিষ্ক

উত্তরঃ [b] টেকটাম

প্রশ্নঃ কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন?

[a] ট্রপিক চলন
[b] ন্যাস্টিক চলন
[c] ট্যাকটিক চলন
[d] কোনোটিই নয়

উত্তরঃ [b] ন্যাস্টিক চলন

প্রশ্নঃ মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি?

[a] অলফ্যাক্টরি নার্ভ
[b] অপটিক নার্ভ
[c] সায়টিক নার্ভ
[d] ভেগাস নার্ভ

উত্তরঃ [c] সায়টিক নার্ভ

প্রশ্নঃ মানুষের মস্তিষ্কের আবরণীর নাম হলো-

[a] প্লুরা
[b] ছত্রা
[c] পুমা
[d] মেনিনজেস

উত্তরঃ [d] মেনিনজেস

প্রশ্নঃ কানের ভারসাম্য রক্ষা করে নিম্নের কোন অঙ্গ?

[a] সিস্টোলিথ
[b] মেলিয়াস
[c] কর্ণপটহ
[d] অটোলিথ

উত্তরঃ [d] অটোলিথ

প্রশ্নঃ অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে-

[a] ACTH
[b] STH
[c] GTH
[d] TSH

উত্তরঃ [a] ACTH

প্রশ্নঃ জাইগ্যানটিজম কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে হয়?

[a] GTH
[b] STH
[c] ACTH
[d] TSH

উত্তরঃ [b] STH

প্রশ্নঃ নিম্নের কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ?

[a] অগ্ন্যাশয়
[b] পিটুইটারি
[c] থাইরয়েড
[d] যকৃৎ

উত্তরঃ [a] অগ্ন্যাশয়

প্রশ্নঃ নিন্মলিখিত কোনটি জীবদেহে রাসায়নিক সমন্বয় রূপে কাজ করে?

[a] ভিটামিন
[b] স্নায়ু
[c] হরমোন
[d] উৎসেচক

উত্তরঃ [c] হরমোন

প্রশ্নঃ ACTH এর বেশি ক্ষরণে কোন রোগ হয়?

[a] কুশিং রোগ
[b] জাইগ্যানটিজম
[c] কোর্টিকোসিস
[d] ডোয়ারফিজম

উত্তরঃ [a] কুশিং রোগ

প্রশ্নঃ নিচের কোনটি লোকাল হরমোন?

[a] টেস্টোস্টেরন
[b] প্রোজেস্টেরন
[c] অ্যালডোস্টেরন
[d] প্রোল্যাক্টিন

উত্তরঃ [a] টেস্টোস্টেরন

প্রশ্নঃ কেঁচোর গমন অঙ্গের নাম-

[a] ফ্লাজেলা
[b] সিটা
[c] ক্ষনপদ
[d] কর্ষিকা

উত্তরঃ [b] সিটা

প্রশ্নঃ TSH এর উৎপত্তিস্থল হলো-

[a] অ্যাড্রিনালিন
[b] পিটুইটারি
[c] থাইরয়েড
[d] অগ্নাশয়

উত্তরঃ [b] পিটুইটারি

প্রশ্নঃ মিক্সিডিমা কোন হরমোনের অল্প ক্ষরণে ঘটে?

[a] থাইরক্সিন
[b] অ্যাড্রিনালিন
[c] ACTH
[d] GTH

উত্তরঃ [a] থাইরক্সিন

প্রশ্নঃ অ্যামিবার গমন অঙ্গের নাম হলো-

[a] ফ্ল্যাজেলা
[b] সিটা
[c] সন্ধিপদ
[d] ক্ষনপদ

উত্তরঃ [d] ক্ষনপদ

প্রশ্নঃ সোয়ান কোশ নিন্মলিখিত কোন অংশে দেখা যায়?

[a] অ্যাক্সন
[b] কোলেস্টেরল
[c] ড্রেনড্রাইট
[d] প্রান্তবুরুশ

উত্তরঃ [a] অ্যাক্সন

প্রশ্নঃ প্লাসেন্টা নিঃসৃত প্রধান হরমোন কোনটি?

[a] FSH
[b] MSH
[c] HCG
[d] GTH

উত্তরঃ [c] HCG

প্রশ্নঃ পিটুইটারি হলো-

[a] অন্তঃক্ষরা গ্রন্থি
[b] মিশ্র গ্রন্থি
[c] বহিঃক্ষরা গ্রন্থি
[d] কোনোটিই নয়

উত্তরঃ [a] অন্তঃক্ষরা গ্রন্থি

প্রশ্নঃ দশম ক্রেনিয়াল নার্ভ কোনটি?

[a] ভেগাস
[b] অপটিক
[c] অকুলোমেটর
[d] কোনোটিই নয়

উত্তরঃ [a] ভেগাস

প্রশ্নঃ কোন হরমোনের অভাবে শিশুদের ক্রেটিনিজম ঘটে?

[a] ACTH
[b] STH
[c] থাইরক্সিন
[d] কোনোটিই নয়

উত্তরঃ [c] থাইরক্সিন

প্রশ্নঃ ব্যাঙের শিকার ধরা নিম্নের কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া?

[a] জটিল প্রতিবর্ত
[b] সহজাত প্রতিবর্ত
[c] অভ্যাসগত প্রতিবর্ত
[d] সবকটিই

উত্তরঃ [a] জটিল প্রতিবর্ত


Next 100+ MCQs -> Biology MCQ for BSc Nursing, Jenpas, ANM, GNM, WBJEEB, Nursing Entrance Exam (Bengali) Part – 3

Previous 100+ MCQs -> Biology MCQ for BSc Nursing, Jenpas, ANM, GNM, WBJEEB, Nursing Entrance Exam (Bengali) Part – 1


Welcome to the ultimate resource for Biology MCQs tailored specifically for BSc Nursing, Jenpas, ANM, GNM, and WBJEEB Nursing Entrance Exams! Our comprehensive collection of multiple-choice questions is designed to help you excel in your entrance exams and nursing studies.

Biology MCQ for BSc Nursing – This page features meticulously crafted multiple-choice questions that cover essential biology topics relevant to your BSc Nursing entrance exam. Each question is designed to challenge your understanding and enhance your knowledge, ensuring you are well-prepared for any test.

Biology MCQ with Answers – To facilitate effective learning, our collection includes detailed answers and explanations for each question. This feature not only helps you check your answers but also deepens your grasp of key concepts, making it easier to tackle similar questions in the future.

Multiple Choice Questions for BSc Nursing – Dive into a broad range of multiple-choice questions specifically curated for BSc Nursing candidates. Our Biology MCQ for BSc Nursing questions are aligned with the latest exam patterns and focus on core biological principles that are crucial for your nursing studies.

Biology Questions for BSc Nursing Entrance Exam – Whether you’re preparing for a BSc Nursing entrance exam or just brushing up on your biology knowledge, our carefully selected questions will help you test and reinforce your understanding of important biological concepts.

MCQ Questions for BSc Nursing – Prepare confidently with our entrance exam questions designed for BSc Nursing. These questions are tailored to match the format and difficulty level of actual entrance exams, giving you a realistic practice experience.

Explore our Biology MCQ for BSc Nursing article to access top-quality Biology Multiple Choice Questions for BSc Nursing and ensure you are fully prepared for your BSc Nursing entrance exams and other nursing-related assessments.

iQVersity
iQVersity

iQVersity is a dynamic educational platform designed to revolutionize the way individuals engage with learning. At iQVersity, we believe in the power of intelligence and versatility, and our mission is to empower learners of all ages and backgrounds to unlock their full potential.

Articles: 81

Leave a Reply